2. তাদের অন্তঃকরণ বিভক্ত; এখন তারা দোষী প্রতিপন্ন হবে। তিনিই তাদের কোরবানগাহ্ সব ধ্বংস করবেন, তাদের সমস্ত স্তম্ভই নষ্ট করবেন।
3. অবশ্য এখন তারা বলবে, আমাদের বাদশাহ্ নেই, কারণ আমরা মাবুদকে ভয় করি না, তবে বাদশাহ্ আমাদের জন্য কি করতে পারে?
4. তারা মিথ্যা কথা বলে, নিয়ম করার সময় মিথ্যা শপথ করে; তাই মকদ্দমা ভূমির আলিস্থ বিষবৃক্ষের মত অঙ্কুরিত হয়।
5. সামেরিয়া-নিবাসীরা বৈৎ-আবনের বাছুরের মূর্তির জন্য ভয় পাবে; কারণ তার লোকেরা তার জন্য শোকার্ত হবে এবং তার যে ইমামেরা তার জন্য আনন্দ করতো, তারাও তার জন্য, তার গৌরবের জন্য শোকার্ত হবে, কারণ গৌরব তাকে ছেড়ে নির্বাসিত হবে।