27. হেদায়েতকারী বলছেন, দেখ, তত্ত্ব পাবার জন্য একটির পর একটি বিবেচনা করে আমি এটি পেয়েছি।
28. আমার মন এখনও যার খোঁজ করে আসছে, তা আমি পাই নি; হাজারের মধ্যে এক জন পুরুষকে পেয়েছি; কিন্তু সেই সবের মধ্যে একটি স্ত্রীলোককেও পাই নি।
29. দেখ, কেবল এ-ই জানতে পেয়েছি যে, আল্লাহ্ মানুষকে সরল করে নির্মাণ করেছিলেন, কিন্তু তারা জীবনকে অনেক জটিল করে তুলেছে।