হেদায়েতকারী 3:1-6 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. সকল বিষয়েরই সময় আছে ও আসমানের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। জন্মের ও মরণের কাল;

2. রোপণের ও রোপিত বীজ উৎপাটনের কাল;

3. মেরে ফেলবার ও সুস্থ করার কাল;

4. ভাঙ্গবার ও গাঁথবার কাল; কাঁদবার ও হাসার কাল; মাতম করার ও নৃত্য করার কাল;

5. পাথর নিক্ষেপ করার ও তা সংগ্রহ করার কাল; আলিঙ্গনের কাল ও আলিঙ্গন না করার কাল; খোঁজ করার কাল ও হারাবার কাল;

6. রক্ষণের ও ফেলে দেবার কাল;

হেদায়েতকারী 3