26. পরে সেই কোরবানগাহ্, তার উপরের অংশ, তার চারপাশ ও তার সমস্ত শিং খাঁটি সোনা দিয়ে মুড়ে এবং তার চারদিকে সোনার কিনারা গড়ে দিলেন।
27. আর তা বইবার জন্য বহন-দণ্ডের ঘর করে দিতে তার কিনারার নিচে দুই পাশের দুই কোণের কাছে সোনার দুটো করে কড়া গড়ে দিলেন।
28. আর শিটীম কাঠ দিয়ে বহন-দণ্ড প্রস্তুত করলেন ও তা সোনা দিয়ে মুড়লেন।
29. পরে তিনি সুগন্ধি-প্রস্তুতকারীর প্রক্রিয়া অনুসারে অভিষেকের জন্য পবিত্র তেল ও সুগন্ধি দ্রব্যের খাঁটি ধূপ প্রস্তুত করলেন।