হিজরত 37:10-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. পরে তিনি শিটীম কাঠ দিয়ে টেবিল তৈরি করলেন, তা দুই হাত লম্বা, এক হাত চওড়া ও দেড় হাত উঁচু করা হল।

11. আর তা খাঁটি সোনা দিয়ে মুড়লেন ও তার চার দিকে সোনার কিনারা গড়ে দিলেন।

12. আর তিনি তার জন্য চারদিকে চার আঙ্গুল পরিমিত একটি বেড় তৈরি করলেন ও বেড়ের চারদিকে সোনার কিনারা গড়ে দিলেন।

13. আর তার জন্য সোনার চারটি কড়া ঢেলে তার চার পায়ার চার কোণে রাখলেন।

14. সেই কড়া বেড়ের কাছে ছিল এবং টেবিল বহন করার জন্য বহন-দণ্ডের ঘর হল।

15. পরে তিনি টেবিল বহন করার জন্য শিটীম কাঠ দিয়ে দু’টি বহন-দণ্ড করে সোনা দিয়ে মুড়ে দিলেন।

16. আর টেবিলের জন্য সমস্ত পাত্র তৈরি করলেন, অর্থাৎ তার থালা, চামচ, ঢালবার জন্য সেঁকপাত্র ও সমস্ত ঢাকনা খাঁটি সোনা দিয়ে তৈরি করলেন।

17. পরে তিনি খাঁটি সোনা দিয়ে প্রদীপ-আসন তৈরি করলেন; তার কাণ্ড, শাখা, গোলাধার, কুঁড়ি ও ফুল তার সাথে সংযুক্ত ছিল।

18. সেই প্রদীপ-আসনের এক পাশ থেকে তিনটি শাখা ও প্রদীপ-আসনের অন্য পাশ থেকে তিনটি শাখা, এই ছয়টি শাখা তার পাশ থেকে বের হল।

19. একটি শাখায় বাদাম ফুলের মত তিনটি গোলাধার, একটি কুঁড়ি ও একটি ফুল এবং অন্য শাখায় বাদাম ফুলের মত তিনটি গোলাধার, একটি কুঁড়ি ও একটি ফুল, প্রদীপ-আসন থেকে বের হওয়া ছয়টি শাখায় এরকম হল।

20. আর প্রদীপ-আসনের বাদাম ফুলের মত চারটি গোলাধার ও তাদের কুঁড়ি ও ফুল ছিল।

হিজরত 37