হিজরত 32:27 কিতাবুল মোকাদ্দস (BACIB)

তিনি তাদেরকে বললেন, মাবুদ, ইসরাইলের আল্লাহ্‌, এই কথা বলেন, তোমরা প্রত্যেকে নিজ নিজ কোমরে তলোয়ার বাঁধ ও শিবিরের মধ্য দিয়ে এক দরজা থেকে অন্য দরজা পর্যন্ত যাতায়াত কর এবং প্রত্যেক জন আপন আপন ভাই, বন্ধু ও প্রতিবেশীকে হত্যা কর।

হিজরত 32

হিজরত 32:23-35