9. তোমরা তার উপরে অন্য ধূপ, কিংবা পোড়ানো-কোরবানী, কিংবা শস্য-উৎসর্গ ও অন্যান্য কোরবানী করো না ও তার উপরে পেয় উৎসর্গ ঢেলো না।
10. আর বছরের মধ্যে একবার হারুন তার শিংগুলোর উপর কাফ্ফারার অনুষ্ঠান করবে। তোমাদের পুরুষানুক্রমে বছরের মধ্যে একবার কাফ্ফারার গুনাহ্-কোরবানীর রক্ত দিয়ে তার জন্য কাফ্ফারা দেবে; এই কোরবানগাহ্ মাবুদের উদ্দেশে অতি পবিত্র।
11. পরে মাবুদ মূসাকে এই কথা বললেন,
12. তুমি যখন বনি-ইসরাইলদের সংখ্যা গ্রহণ কর, তখন যাদেরকে গণনা করা যায়, তারা প্রত্যেকে গণনাকালে মাবুদের কাছে নিজ নিজ প্রাণের জন্য কাফ্ফারা দেবে, যেন তাদের মধ্যে গণনাকালে আঘাত না আসে।