7. তার দুই প্রান্তে পরসপর সংযুক্ত দু’টি স্কন্ধপটি থাকবে; এভাবে তা যুক্ত হবে;
8. এবং তা জোড়া লাগানোর জন্য বুনানি করা যে পটুকা তার উপরে থাকবে, তা তার সঙ্গে অখণ্ড এবং সেই কাপড়ের মত হবে; অর্থাৎ সোনা দিয়ে এবং নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতা দিয়ে তৈরি করতে হবে।
9. পরে তুমি দু’টি গোমেদ মণি নিয়ে তার উপরে ইসরাইলের পুত্রদের নাম খোদাই করবে।
10. তাদের জন্মক্রম অনুসারে ছয়জনের নাম এক মণির উপরে ও অবশিষ্ট ছয়জনের নাম অন্য মণির উপরে খোদিত হবে।
11. শিল্পকর্ম ও মুদ্রা খোদাই করার মত সেই দু’টি মণির উপরে ইসরাইলের পুত্রদের নাম খোদাই করবে এবং তা দু’টি সোনার জালির উপর বসিয়ে দিতে হবে।
12. আর বনি-ইসরাইলদের স্মরণ করার মণিস্বরূপে তুমি সেই দু’টি মণি এফোদের দু’টি স্কন্ধপটিতে দেবে; তাতে হারুন স্মরণ করাবার জন্য মাবুদের সম্মুখে তার দু’টি কাঁধে তাদের নাম বইবে।
13. আর তুমি দু’টি সোনার জালি তৈরি করবে এবং
14. খাঁটি সোনা দিয়ে পাকানো দু’টি মালার মত শিকল করে সেই পাকানো শিকল সেই দু’টি জালিতে জুড়ে দিতে হবে।
15. শিল্পীদের কাজে বিচার করার বুকপাটা তৈরি করবে; এফোদের কাজ অনুসারে করবে; সোনা এবং নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতার দ্বারা তা প্রস্তুত করবে।