7. তার দুই প্রান্তে পরসপর সংযুক্ত দু’টি স্কন্ধপটি থাকবে; এভাবে তা যুক্ত হবে;
8. এবং তা জোড়া লাগানোর জন্য বুনানি করা যে পটুকা তার উপরে থাকবে, তা তার সঙ্গে অখণ্ড এবং সেই কাপড়ের মত হবে; অর্থাৎ সোনা দিয়ে এবং নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতা দিয়ে তৈরি করতে হবে।
9. পরে তুমি দু’টি গোমেদ মণি নিয়ে তার উপরে ইসরাইলের পুত্রদের নাম খোদাই করবে।
10. তাদের জন্মক্রম অনুসারে ছয়জনের নাম এক মণির উপরে ও অবশিষ্ট ছয়জনের নাম অন্য মণির উপরে খোদিত হবে।