হিজরত 28:19-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. তৃতীয় সারিতে পেরোজ, যিস্ম ও কটাহেলা;

20. এবং চতুর্থ সারিতে বৈদূর্য, গোমেদ ও সূর্যকান্ত; এসব নিজ নিজ সারিতে সোনা দিয়ে আঁটা হবে।

21. এই মণি ইসরাইলের পুত্রদের নাম অনুযায়ী হবে, তাদের নাম অনুসারে বারোটি হবে; সীলমোহর খোদাই করার মত খোদিত প্রত্যেক মণিতে ঐ বারো বংশের জন্য একেক পুত্রের নাম থাকবে।

22. আর তুমি খাঁটি সোনা দিয়ে বুকপাটার উপরে মালার মত পাকানো দু’টি শিকল তৈরি করে দেবে।

23. আর বুকপাটার উপরে সোনার দু’টি কড়া গড়ে দেবে এবং বুকপাটার দুই প্রান্তে ঐ দু’টি কড়া বাঁধবে।

হিজরত 28