হিজরত 28:11-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

11. শিল্পকর্ম ও মুদ্রা খোদাই করার মত সেই দু’টি মণির উপরে ইসরাইলের পুত্রদের নাম খোদাই করবে এবং তা দু’টি সোনার জালির উপর বসিয়ে দিতে হবে।

12. আর বনি-ইসরাইলদের স্মরণ করার মণিস্বরূপে তুমি সেই দু’টি মণি এফোদের দু’টি স্কন্ধপটিতে দেবে; তাতে হারুন স্মরণ করাবার জন্য মাবুদের সম্মুখে তার দু’টি কাঁধে তাদের নাম বইবে।

13. আর তুমি দু’টি সোনার জালি তৈরি করবে এবং

14. খাঁটি সোনা দিয়ে পাকানো দু’টি মালার মত শিকল করে সেই পাকানো শিকল সেই দু’টি জালিতে জুড়ে দিতে হবে।

15. শিল্পীদের কাজে বিচার করার বুকপাটা তৈরি করবে; এফোদের কাজ অনুসারে করবে; সোনা এবং নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতার দ্বারা তা প্রস্তুত করবে।

16. তা চারকোনা বিশিষ্ট ও দুই ভাঁজ হবে; সেটি লম্বায় এক বিঘত ও চওড়ায় এক বিঘত হবে।

17. আর তা চার সারি মণিতে খচিত করবে; তার প্রথম সারিতে চুণী, পীতমণি ও মরকত;

18. দ্বিতীয় সারিতে পদ্মরাগ, নীলকান্ত ও হীরক;

19. তৃতীয় সারিতে পেরোজ, যিস্ম ও কটাহেলা;

20. এবং চতুর্থ সারিতে বৈদূর্য, গোমেদ ও সূর্যকান্ত; এসব নিজ নিজ সারিতে সোনা দিয়ে আঁটা হবে।

21. এই মণি ইসরাইলের পুত্রদের নাম অনুযায়ী হবে, তাদের নাম অনুসারে বারোটি হবে; সীলমোহর খোদাই করার মত খোদিত প্রত্যেক মণিতে ঐ বারো বংশের জন্য একেক পুত্রের নাম থাকবে।

হিজরত 28