হিজরত 27:1-2 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আর তুমি শিটীম কাঠ দিয়ে পাঁচ হাত লম্বা, পাঁচ হাত চওড়া কোরবানগাহ্‌ তৈরি করবে। সেই কোরবানগাহ্‌টি চারকোনা বিশিষ্ট এবং তিন হাত উঁচু হবে।

2. আর তার চার কোণের উপরে শিং করবে, সেই কোরবানগাহ্‌র সমস্ত শিং তৎসহ অখণ্ড হবে এবং তুমি তা ব্রোঞ্জ দিয়ে মোড়াবে।

হিজরত 27