অনেক দিন পরে মিসরের বাদশাহ্র মৃত্যু হল এবং বনি-ইসরাইলরা তাদের গোলামীর দরুন কাতরোক্তি ও কান্নাকাটি করতে লাগল। গোলামীর দরুন তাদের আর্তনাদ আল্লাহ্র কাছে গিয়ে পৌঁছলো।