6. হে মাবুদ, তোমার ডান হাতপরাক্রমে গৌরবান্বিত;হে মাবুদ, তোমার ডান হাতখানাদুশমন চূর্ণকারী।
7. তুমি নিজের মহিমার মহত্ত্বে,যারা তোমার বিরুদ্ধে উঠে,তাদেরকে নিপাত করে থাকো;তোমার প্রেরিত জ্বলন্ত গজবশুকনো ঘাসের মততাদেরকে পুড়িয়ে ফেলবে।
8. তোমার নাসিকার নিশ্বাসে পানিরাশীকৃত হল;সমস্ত স্রোত স্তূপের মত দণ্ডায়মান হল;সমুদ্র-গর্ভে পানির রাশি ঘনীভূত হল।
9. দুশমন বলেছিল, আমি তাদের পিছনেতাড়া করবো,ওদের সঙ্গ ধরে,লুণ্ঠিত বস্তু ভাগ করে নেব;ওদের মধ্যে আমার অভিলাষ পূর্ণ হবে;আমি তলোয়ার উন্মুক্ত করবো,আমার হাত ওদের বিনাশ করবে।
10. তুমি নিজের বায়ু দ্বারা ফুঁ দিলে,সমুদ্র তাদেরকে আচ্ছাদন করলো;তারা প্রবল পানিতে সীসার মততলিয়ে গেল।
11. হে মাবুদ, দেবতাদের মধ্যেকে তোমার মত?কে তোমার মত পবিত্রতায় আদরণীয়,প্রশংসায় বিস্ময়কর, আশ্চর্য ক্রিয়াকারী?
12. তুমি তোমার ডান হাত বাড়িয়ে দিলে,দুনিয়া ওদেরকে গ্রাস করলো।
13. তুমি যে লোকদের মুক্ত করেছ,তাদের তোমার অটল মহব্বত চালাচ্ছো,তুমি তোমার পরাক্রমে তাদেরতোমার পবিত্র নিবাসে নিয়ে যাচ্ছ।
14. সমস্ত জাতি এসব শুনলো,ভীষণ ভয়ে কাঁপতে লাগল,ফিলিস্তিন-নিবাসীরা আতঙ্কগ্রস্তহয়ে পড়লো।
15. তখন ইদোমের দলপতিরাভয়ে দিশেহারা হল;মোয়াবের নেতৃবর্গ কাঁপতে লাগল;কেনান-নিবাসী সকলে গলে গেল।
16. ত্রাস ও আশংকা তাদের উপরে পড়ছে;তোমার বাহুবলে তারা পাথরের মতস্তব্ধ হয়ে আছে;যাবৎ, হে মাবুদ, তোমার লোকেরাউত্তীর্ণ না হয়,যাবৎ তোমার ক্রয় করা লোকেরাউত্তীর্ণ না হয়।
17. তুমি তাদেরকে নিয়ে যাবে,তোমার অধিকার-পর্বতে রোপণ করবে,হে মাবুদ, সেখানে তুমি তোমারপবিত্র স্থান প্রস্তুত করেছ;হে মাবুদ, সেখানে তোমার হাতপবিত্র স্থান স্থাপন করেছে।
18. মাবুদ যুগে যুগে অনন্তকালরাজত্ব করবেন।
19. কেননা ফেরাউনের ঘোড়াগুলো তাঁর সমস্ত রথ ও ঘোড়সওয়ারেরা সহ সমুদ্রের মধ্যে প্রবেশ করলো, আর মাবুদ সমুদ্রের পানি তাদের উপরে ফিরিয়ে আনলেন; কিন্তু বনি-ইসরাইলেরা শুকনো পথে সমুদ্রের মধ্য দিয়ে গমন করলো।
20. পরে হারুনের বোন মহিলা-নবী মরিয়ম হাতে তম্বুরা নিলেন এবং তাঁর পিছনে পিছনে অন্য স্ত্রীলোকেরা সকলে তম্বুরা নিয়ে নৃত্য করতে করতে বের হল।
21. তখন মরিয়ম লোকদের কাছে গাইলেন,তোমরা মাবুদের উদ্দেশে গান কর;কেননা তিনি মহামহিমান্বিত হলেন;তিনি ঘোড়া ও ঘোড়সওয়ারকেসমুদ্রে নিক্ষেপ করলেন।