3. মাবুদ বীর যোদ্ধা;মাবুদ তাঁর নাম।
4. তিনি ফেরাউনের রথগুলো ওসৈন্যদলকে সমুদ্রে নিক্ষেপ করলেন;তাঁর মনোনীত সেনানীরা লোহিত সাগরেনিমজ্জিত হল।
5. পানির রাশি তাদেরকে আচ্ছাদন করলো;তারা অগাধ পানিতে পাথরের মততলিয়ে গেল।
6. হে মাবুদ, তোমার ডান হাতপরাক্রমে গৌরবান্বিত;হে মাবুদ, তোমার ডান হাতখানাদুশমন চূর্ণকারী।
7. তুমি নিজের মহিমার মহত্ত্বে,যারা তোমার বিরুদ্ধে উঠে,তাদেরকে নিপাত করে থাকো;তোমার প্রেরিত জ্বলন্ত গজবশুকনো ঘাসের মততাদেরকে পুড়িয়ে ফেলবে।
8. তোমার নাসিকার নিশ্বাসে পানিরাশীকৃত হল;সমস্ত স্রোত স্তূপের মত দণ্ডায়মান হল;সমুদ্র-গর্ভে পানির রাশি ঘনীভূত হল।
9. দুশমন বলেছিল, আমি তাদের পিছনেতাড়া করবো,ওদের সঙ্গ ধরে,লুণ্ঠিত বস্তু ভাগ করে নেব;ওদের মধ্যে আমার অভিলাষ পূর্ণ হবে;আমি তলোয়ার উন্মুক্ত করবো,আমার হাত ওদের বিনাশ করবে।
10. তুমি নিজের বায়ু দ্বারা ফুঁ দিলে,সমুদ্র তাদেরকে আচ্ছাদন করলো;তারা প্রবল পানিতে সীসার মততলিয়ে গেল।
11. হে মাবুদ, দেবতাদের মধ্যেকে তোমার মত?কে তোমার মত পবিত্রতায় আদরণীয়,প্রশংসায় বিস্ময়কর, আশ্চর্য ক্রিয়াকারী?