হিজরত 15:16-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. ত্রাস ও আশংকা তাদের উপরে পড়ছে;তোমার বাহুবলে তারা পাথরের মতস্তব্ধ হয়ে আছে;যাবৎ, হে মাবুদ, তোমার লোকেরাউত্তীর্ণ না হয়,যাবৎ তোমার ক্রয় করা লোকেরাউত্তীর্ণ না হয়।

17. তুমি তাদেরকে নিয়ে যাবে,তোমার অধিকার-পর্বতে রোপণ করবে,হে মাবুদ, সেখানে তুমি তোমারপবিত্র স্থান প্রস্তুত করেছ;হে মাবুদ, সেখানে তোমার হাতপবিত্র স্থান স্থাপন করেছে।

18. মাবুদ যুগে যুগে অনন্তকালরাজত্ব করবেন।

19. কেননা ফেরাউনের ঘোড়াগুলো তাঁর সমস্ত রথ ও ঘোড়সওয়ারেরা সহ সমুদ্রের মধ্যে প্রবেশ করলো, আর মাবুদ সমুদ্রের পানি তাদের উপরে ফিরিয়ে আনলেন; কিন্তু বনি-ইসরাইলেরা শুকনো পথে সমুদ্রের মধ্য দিয়ে গমন করলো।

হিজরত 15