1. আর মাবুদ মূসাকে বললেন,
2. তুমি বনি-ইসরাইলদেরকে বল, তোমরা ফেরো, পীহহীরোতের সম্মুখে মিগ্দোলের ও সমুদ্রের মধ্যস্থলে বাল্-সফোনের সম্মুখে শিবির স্থাপন কর; তোমরা তার সম্মুখে সমুদ্রের কাছে শিবির স্থাপন কর।
3. তাতে ফেরাউন বনি-ইসরাইলদের বিষয়ে বলবে, তারা দেশের মধ্যে অবরুদ্ধ হল, মরুভূমি তাদের পথ রুদ্ধ করলো।