হিজরত 10:27-29 কিতাবুল মোকাদ্দস (BACIB)

27. কিন্তু মাবুদ ফেরাউনের অন্তর কঠিন করলেন এবং তিনি তাদের ছেড়ে দিতে সম্মত হলেন না।

28. তখন ফেরাউন তাঁকে বললেন, আমার সম্মুখ থেকে দূর হও, সাবধান, আর কখনও আমার মুখ দর্শন করো না; কেননা যেদিন আমার মুখ দেখবে, সেই দিনই তোমার মরণ হবে।

29. মূসা বললেন, ভালই বলেছেন, আমি আপনার মুখ আর কখনও দেখবো না।

হিজরত 10