2. হে মাবুদ, আমি তোমার বার্তা শুনলাম, ভয় পেলাম;হে মাবুদ, আমাদের কালে তোমার কাজ সজীব কর,আমাদের আমাদের কালে সেগুলো তুমি আবার কর;কোপের সময়ে করুণা স্মরণ কর।
3. আল্লাহ্ তৈমন থেকে আসছেন,পারণ পর্বত থেকে পবিত্রতম আসছেন।আসমান তাঁর প্রভায় সমাচ্ছন্ন,দুনিয়া তাঁর প্রশংসায় পরিপূর্ণ।
4. তাঁর তেজ আলোর মত,তাঁর হাত থেকে কিরণ বের হয়;ঐ স্থান তাঁর পরাক্রমের অন্তরাল।