5. তোমার দেহের উপর তোমার মাথা কর্মিল পর্বতের মত;তোমার মাথার কেশপাশ বেগুনী রংয়ের মত,তোমার কেশপাশে বাদশাহ্ বন্দী আছেন।
6. হে প্রেম, বিচিত্র আমোদের মধ্যে তুমি কেমন সুন্দরী ও মনোহারিণী!----
7. তোমার এই উচ্চতা খেজুর গাছের মত,তোমার কুচযুগ আঙ্গুরগুচ্ছস্বরূপ।
8. আমি বললাম, আমি খেজুর গাছে উঠবো,আমি তার ফলের ছড়া ধরবো;তোমার কুচযুগ আঙ্গুর ফলের গুচ্ছস্বরূপ হোক,তোমার নিশ্বাসের গন্ধ আপেলের মত হোক;
9. তোমার তালু উত্তম আঙ্গুর-রসের মত হোক,যা সহজে আমার প্রিয়ের গলায় নেমে যায়,নিদ্রাগতদের ওষ্ঠ দিয়ে সরে যায়।
10. আমি আমার প্রিয়েরই, তাঁর বাসনা আমারই প্রতি।
11. হে আমার প্রিয়, চল, আমরা জনপদে যাই,পল্লীগ্রামে কাল যাপন করি।