চল, খুব ভোরে উঠে আঙ্গুর-ক্ষেতে যাই,দেখি, আঙ্গুরলতা পল্লবিত হয়েছে কি না,তাতে মুকুল ধরেছে কি না,ডালিম ফুল ফুটেছে কি না;সেখানে তোমাকে আমার মহব্বত নিবেদন করবো।