7. তোমার ঘোমটার মধ্যে তোমার গণ্ডদেশ ডালিম-খণ্ডের মত।
8. যদিও ষাটজন রাণী ও আশিজন উপপত্নী আছে,আর অসংখ্য যুবতী আছে।
9. তবুও আমার ঘুঘু, আমার শুদ্ধমতি অদ্বিতীয়া;সে তার মায়ের একমাত্র মেয়ে,সে তার জননীর স্নেহপাত্রী;তাকে দেখে কন্যারা সুখী বললো,রাণীরা ও উপপত্নীরা তার প্রশংসা করলো।----