3. আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই;তিনি লিলি ফুলবনে পাল চরান।----
4. অয়ি মম প্রিয়ে! তুমি তির্সা শহরের মত সুন্দরী,জেরুশালেমের মত রূপবতী,নিশান সহ বাহিনীর মত ভয়ঙ্করী।
5. তুমি আমা থেকে তোমার নয়ন দু’টি ফিরিয়ে নাও,কেননা ওরা আমাকে ব্যাকুল করে তোলে;তোমার কেশপাশ এমন ছাগল পালের মত,যারা গিলিয়দের পাশে শুয়ে থাকে।
6. তোমার দাঁতগুলো ভেড়ীর পালের মত,যারা গোসল করে উঠে এসেছে,যাদের সকলের যমজ বাচ্চা আছে,যাদের মধ্যে একটিও মৃত বাচ্চা নেই।
7. তোমার ঘোমটার মধ্যে তোমার গণ্ডদেশ ডালিম-খণ্ডের মত।