10. উনি কে, যিনি অরুণের মত উদীয়মানা,চন্দ্রের মত সুন্দরী,সূর্যের মত তেজস্বিনী,পতাকাবাহী বাহিনীর মত ভয়ঙ্করী?
11. আমি উপত্যকার নবীন গাছ দেখতে,আঙ্গুরলতা পল্লবিত হয় কি না দেখতে,দেখতে ডালিমের ফুল ফোটে কি না দেখতে,বাদাম গাছের উপবনে নেমে গেলাম।
12. আমি কিছু বুঝবার আগেই আমার বাসনা আমাকে বসিয়ে দিলআমার জাতির রাজকীয় রথের মধ্যে।----
13. ফেরো ফেরো, অয়ি শূলম্মীয়ে;ফেরো ফেরো, আমরা তোমাকে দেখব।শূলম্মীয়াকে তোমরা কেন দেখবে?মহনয়িমের নৃত্য দেখার মত কেন দেখবে?----