সোলায়মান 5:15-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. তাঁর ঊরুদ্বয় সোনার চুঙ্গিতে বসান মারবেল পাথরের দু’টি থামের মত;তাঁর দৃশ্য লেবাননের মত,এরস গাছের মত উৎকৃষ্ট।

16. তাঁর কথা অতীব মধুর;হ্যাঁ, তিনি সর্বতোভাবে মনোহর।অয়ি জেরুশালেমের কন্যারা!এই আমার প্রিয়, এই আমার সখা।----

সোলায়মান 5