5. অয়ি জেরুশালেমের কন্যারা।আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি,কৃষ্ণসার ও মাঠের হরিণীদের কসম দিয়ে বলছি,তোমরা প্রেমকে জাগিয়ো না, উত্তেজিত করো না,যে পর্যন্ত তার বাসনা না হয়।----
6. গন্ধরস ও কুন্দুরুতে সুবাসিত হয়ে,বণিকের সমস্ত রকম দ্রব্যে সুবাসিত হয়ে,ধোঁয়ার স্তম্ভের মত মরুভূমি থেকে আসছেন, উনি কে?
7. দেখ, ওটা সোলায়মানের পাল্কি,ওর চারদিকে ষাটজন বীর আছেন,ওরা ইসরাইলের বীরদের মধ্যবর্তী।
8. ওরা সকলে তলোয়ারধারী ও রণকুশল;ওদের প্রত্যেকের কোমরে নিজের নিজের তলোয়ার বাঁধা আছে,রাত্রিকালীন বিভীষিকার দরুন।
9. বাদশাহ্ সোলায়মান নিজের জন্য একটি চতুর্দোল নির্মাণ করলেন,লেবাননের কাঠ দিয়ে তৈরি করলেন।
10. তিনি রূপা দিয়ে তার স্তম্ভ নির্মাণ করলেন,সোনার তলদেশ ও বেগুনী রঙ্গের আসন করলেন,এবং জেরুশালেমের কন্যাদের কর্তৃক মহব্বত দিয়ে তার মধ্যভাগখচিত হল।
11. অয়ি সিয়োন-কন্যারা।তোমরা বাইরে গিয়ে বাদশাহ্ সোলায়মানকে নিরীক্ষণ কর;তিনি সেই মুকুটে ভূষিত,যা তাঁর মা তাঁর মাথায় দিয়েছিলেন,তাঁর বিয়ের দিনে,তাঁর অন্তরের আনন্দের দিনে।----