সোলায়মান 2:16-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. আমার প্রিয় আমারই, আর আমি তাঁরই;তিনি লিলি ফুলবনে তার পাল চরান।

17. যতক্ষণ দিন শীতল না হয়,ও ছায়াগুলো পালিয়ে না যায়,হে আমার প্রিয়! ততক্ষণ তুমি ফিরে এসো,আর কৃষ্ণসারের কিংবা হরিণের বাচ্চার মত হও,বেথর পর্বতশ্রেণীর উপরে।  

সোলায়মান 2