সোলায়মান 2:13-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. ডুমুর গাছের ফল রসযুক্ত হচ্ছে,আঙ্গুরলতাগুলো মুকুলিত হয়েছে,সেগুলো সৌরভ ছড়াচ্ছে।অয়ি মম প্রিয়ে! উঠ;অয়ি মম সুন্দরী! এসো।

14. অয়ি মম কপোতি! তুমি শৈলের ফাটলে,ভূধরের গুপ্ত স্থানে রয়েছ,আমাকে তোমার রূপ দেখতে দাও,তোমার স্বর শুনতে দাও,কেননা তোমার স্বর মিষ্ট ও তোমার রূপ মনোহর।’

15. তোমরা আমাদের জন্য সেই শিয়ালদেরকে,ছোট শিয়ালদেরকে ধর,যারা আঙ্গুরের বাগানগুলো নষ্ট করে;কারণ আমাদের আঙ্গুরের বাগানগুলো মুকুলিত হয়েছে।

সোলায়মান 2