8. অয়ি নারীকুল-সুন্দরী! তুমি যদি না জান,তবে পালের পদচিহ্ন ধরে গমন কর,এবং পালকদের তাঁবুগুলোর কাছে,তোমার ছাগলের বাচ্চাগুলোকে চরাও।
9. ফেরাউনের রথের একটি স্ত্রী-ঘোড়ার সঙ্গেঅয়ি মম প্রিয়তমে! আমি তোমার তুলনা করেছি।
10. তোমার কানের দুল ঝুলছে তোমার গালের দু’পাশ দিয়ে,হার তোমার গলায় শোভা পাচ্ছে।
11. আমরা তোমার জন্য সোনার অলংকার প্রস্তুত করবো,তা রূপা দিয়ে সাজানো হবে।----
12. যখন বাদশাহ্ সভায় বসলেন,আমার জটামাংসীর সৌরভ ছড়াতে লাগল।
13. আমার প্রিয় আমার কাছে সুগন্ধির পুঁটলির মত,যা আমার স্তনদ্বয়ের মাঝখানে সারা রাত শুয়ে থাকে।
14. আমার প্রিয় আমার কাছে মেহেদির পুষ্পগুচ্ছের মত,যা ঐন্-গদীর আঙ্গুর-ক্ষেতে জন্মে।----
15. দেখ, তুমি সুন্দরী,অয়ি মম প্রিয়ে! দেখ, তুমি সুন্দরী,তোমার নয়নযুগল কবুতরের মত।----
16. হে আমার প্রিয়! দেখ, তুমি সুন্দর, হ্যাঁ, তুমি মনোহর,আর আমাদের পালঙ্ক সবুজ রংয়ের।
17. এরস গাছ আমাদের বাড়ির কড়িকাঠ,দেবদারু আমাদের বরগা।