সোলায়মান 1:6-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. তোমরা আমার প্রতি এভাবে দৃষ্টিপাত করো না যে, আমি কালো রংয়ের,কারণ সূর্যই আমাকে বিবর্ণা করেছে।আমার ভাইয়েরা আমার উপর রাগ করলো,আমাকে সকল আঙ্গুরক্ষেতের রক্ষিকা করলো,আমার নিজের আঙ্গুরক্ষেত আমি রক্ষা করি নি।----

7. হে আমার প্রাণ-প্রিয়তম! আমাকে বল,তুমি [পাল] কোথায় চরাচ্ছো?মধ্যাহ্নকালে কোথায় শয়ন করাচ্ছো?তোমার সখাদের পালের কাছে,আমি কেন ঘোমটা দেওয়া নারীর মত হব?

8. অয়ি নারীকুল-সুন্দরী! তুমি যদি না জান,তবে পালের পদচিহ্ন ধরে গমন কর,এবং পালকদের তাঁবুগুলোর কাছে,তোমার ছাগলের বাচ্চাগুলোকে চরাও।

9. ফেরাউনের রথের একটি স্ত্রী-ঘোড়ার সঙ্গেঅয়ি মম প্রিয়তমে! আমি তোমার তুলনা করেছি।

10. তোমার কানের দুল ঝুলছে তোমার গালের দু’পাশ দিয়ে,হার তোমার গলায় শোভা পাচ্ছে।

11. আমরা তোমার জন্য সোনার অলংকার প্রস্তুত করবো,তা রূপা দিয়ে সাজানো হবে।----

12. যখন বাদশাহ্‌ সভায় বসলেন,আমার জটামাংসীর সৌরভ ছড়াতে লাগল।

13. আমার প্রিয় আমার কাছে সুগন্ধির পুঁটলির মত,যা আমার স্তনদ্বয়ের মাঝখানে সারা রাত শুয়ে থাকে।

14. আমার প্রিয় আমার কাছে মেহেদির পুষ্পগুচ্ছের মত,যা ঐন্‌-গদীর আঙ্গুর-ক্ষেতে জন্মে।----

সোলায়মান 1