সোলায়মান 1:13-17 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. আমার প্রিয় আমার কাছে সুগন্ধির পুঁটলির মত,যা আমার স্তনদ্বয়ের মাঝখানে সারা রাত শুয়ে থাকে।

14. আমার প্রিয় আমার কাছে মেহেদির পুষ্পগুচ্ছের মত,যা ঐন্‌-গদীর আঙ্গুর-ক্ষেতে জন্মে।----

15. দেখ, তুমি সুন্দরী,অয়ি মম প্রিয়ে! দেখ, তুমি সুন্দরী,তোমার নয়নযুগল কবুতরের মত।----

16. হে আমার প্রিয়! দেখ, তুমি সুন্দর, হ্যাঁ, তুমি মনোহর,আর আমাদের পালঙ্ক সবুজ রংয়ের।

17. এরস গাছ আমাদের বাড়ির কড়িকাঠ,দেবদারু আমাদের বরগা।  

সোলায়মান 1