1. এটি সবচেয়ে সুন্দর গজল। এই গজল সোলায়মানের।
2. তিনি তাঁর মুখের চুম্বনে আমাকে চুম্বন করুন;কারণ তোমার মহব্বত আঙ্গুর-রস থেকেও উত্তম।
3. তোমার সুগন্ধি তেল সৌরভে উৎকৃষ্ট;তোমার নাম ঢেলে দেওয়া সুগন্ধি তেলের মত;এই জন্যই কুমারীরা তোমাকে মহব্বত করে।
4. আমাকে আকর্ষণ কর।আমরা তোমার পিছনে দৌড়াব।বাদশাহ্ নিজের অন্তঃপুরে আমাকে এনেছেন।আমরা তোমাতে উল্লসিতা হব, আনন্দ করবো,আঙ্গুর-রস থেকেও তোমার প্রেমের কথা বেশি উল্লেখ করবো;লোকে ন্যায়ত তোমাকে মহব্বত করে।
5. অয়ি জেরুশালেমের কন্যারা।আমি কালো রংয়ের, কিন্তু সুন্দরী,কায়দারের তাঁবুর মত, সোলায়মানের পর্দার মত।
6. তোমরা আমার প্রতি এভাবে দৃষ্টিপাত করো না যে, আমি কালো রংয়ের,কারণ সূর্যই আমাকে বিবর্ণা করেছে।আমার ভাইয়েরা আমার উপর রাগ করলো,আমাকে সকল আঙ্গুরক্ষেতের রক্ষিকা করলো,আমার নিজের আঙ্গুরক্ষেত আমি রক্ষা করি নি।----
7. হে আমার প্রাণ-প্রিয়তম! আমাকে বল,তুমি [পাল] কোথায় চরাচ্ছো?মধ্যাহ্নকালে কোথায় শয়ন করাচ্ছো?তোমার সখাদের পালের কাছে,আমি কেন ঘোমটা দেওয়া নারীর মত হব?
8. অয়ি নারীকুল-সুন্দরী! তুমি যদি না জান,তবে পালের পদচিহ্ন ধরে গমন কর,এবং পালকদের তাঁবুগুলোর কাছে,তোমার ছাগলের বাচ্চাগুলোকে চরাও।
9. ফেরাউনের রথের একটি স্ত্রী-ঘোড়ার সঙ্গেঅয়ি মম প্রিয়তমে! আমি তোমার তুলনা করেছি।
10. তোমার কানের দুল ঝুলছে তোমার গালের দু’পাশ দিয়ে,হার তোমার গলায় শোভা পাচ্ছে।