শুমারী 9:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. ইসরাইল মিসর দেশ থেকে বের হওয়ার পর দ্বিতীয় বছরের প্রথম মাসে সিনাই মরুভূমিতে মাবুদ মূসাকে বললেন,

2. বনি-ইসরাইল যথাসময়ে ঈদুল ফেসাখ পালন করুক।

3. এই মাসের চতুর্দশ দিনের সন্ধ্যাবেলা যথাসময়ে তোমরা তা পালন করো, ঈদের সমস্ত বিধি ও শাসন অনুসারে তা পালন করবে।

4. তখন মূসা বনি-ইসরাইলকে ঈদুল ফেসাখ পালন করতে হুকুম করলেন।

শুমারী 9