20. ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ;
21. পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড়, একটি ভেড়া, এক বছর বয়সের একটি ভেড়ার বাচ্চা;
22. গুনাহ্-কোরবানীর জন্য একটি ছাগল;
23. ও মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচটি ভেড়া, পাঁচটি ছাগল, এক বছর বয়সের পাঁচটি ভেড়ার বাচ্চা; এসব সূয়ারের পুত্র নথনেলের উপহার।
24. তৃতীয় দিনে সবূলূন-বংশের লোকদের নেতা হেলোনের পুত্র ইলীয়াব উপহার আনলেন।
25. তাঁর উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে এক শত ত্রিশ (শেকল) পরিমাণ রূপার একটি থালা ও সত্তর শেকল পরিমাণ রূপার একটি বাটি, এই দু’টি পাত্র শস্য-উৎসর্গের জন্য তেল মিশানো মিহি সুজিতে পূর্ণ;
26. ধূপে পরিপূর্ণ দশ (শেকল) পরিমাণ সোনার একটি চামচ;
27. পোড়ানো-কোরবানীর জন্য একটি ষাঁড়, একটি ভেড়া, এক বছরের একটি ভেড়ার বাচ্চা;
28. গুনাহ্-কোরবানীর জন্য একটি ছাগল;
29. ও মঙ্গল-কোরবানীর জন্য দু’টি গরু, পাঁচ ভেড়া, পাঁচ ছাগল, এক বছর বয়সের পাঁচ ভেড়ার বাচ্চা; এ সব হেলোনের পুত্র ইলীয়াবের উপহার।