শুমারী 33:40-46 কিতাবুল মোকাদ্দস (BACIB)

40. আর কেনান দেশের দক্ষিণ অঞ্চল নিবাসী কেনানীয় অরাদের বাদশাহ্‌ বনি-ইসরাইলদের আগমন সংবাদ শুনলেন।

41. পরে তারা হোর পর্বত থেকে যাত্রা করে সল্‌মোনাতে শিবির স্থাপন করলো।

42. সল্‌মোনা থেকে যাত্রা করে পূনোনে শিবির স্থাপন করলো।

43. পূনোন থেকে যাত্রা করে ওবোতে শিবির স্থাপন করলো।

44. ওবোৎ থেকে যাত্রা করে মোয়াবের প্রান্তস্থিত ইয়ী-অবারীমে শিবির স্থাপন করলো।

45. ইয়ীম থেকে যাত্রা করে দীবোন-গাদে শিবির স্থাপন করলো।

46. দীবোন-গাদ থেকে যাত্রা করে অল্‌মোন-দিব্লাথয়িমে শিবির স্থাপন করলো।

শুমারী 33