15. তুমি লেবীয়দেরকে তাদের পিতৃকুল অনুসারে ও গোষ্ঠী অনুসারে গণনা কর; এক মাস ও তার চেয়েও বেশি বয়স্ক সমস্ত পুরুষকেই গণনা কর।
16. তখন মূসা যেমন হুকুম পেলেন, তেমনি মাবুদের হুকুম অনুসারে তাদেরকে গণনা করলেন।
17. লেবির সন্তানদের নাম গের্শোন, কহাৎ ও মরারি।
18. নিজ নিজ গোষ্ঠী অনুসারে গের্শোনের সন্তানদের নাম লিব্নি ও শিমিয়ি।