32. শিমীদা থেকে শিমীদায়ীয় গোষ্ঠী; হেফর থেকে হেফরীয় গোষ্ঠী।
33. হেফরের পুত্র যে সলফাদ, তার পুত্র ছিল না, কেবল কন্যা ছিল; সেই সলফাদের কন্যাদের নাম মহলা, নোয়া, হগ্লা, মিল্কা ও তির্সা।
34. এরা মানশার গোষ্ঠী; এদের গণনা করা লোক বাহান্ন হাজার সাত শত জন।
35. নিজ নিজ গোষ্ঠী অনুসারে আফরাহীমের সন্তানেরা হল শূথলহ থেকে শূথলহীয় গোষ্ঠী; বেখর থেকে বেখরীয় গোষ্ঠী; তহন থেকে তহনীয় গোষ্ঠী।
36. আর এরা শূথলহের সন্তান; এরণ থেকে এরণীয় গোষ্ঠী।
37. আফরাহীমের সন্তানদের এসব গোষ্ঠী গণনা করা হলে বত্রিশ হাজার পাঁচ শত লোক হল। নিজ নিজ গোষ্ঠী অনুসারে এরা ইউসুফের সন্তান।