শুমারী 24:4-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. যে আল্লাহ্‌র কালাম শোনে,যে সর্বশক্তিমানের দর্শন পায়,সে সেজদায় পড়েছে ও যার চোখ খুলেগেছে সে বলছে;

5. হে ইয়াকুব, তোমার সমস্ত তাঁবু,হে ইসরাইল,তোমার শরীয়ত-তাঁবুগুলো কেমনমনোহর।

6. সেগুলো উপত্যকার মত বিস্তৃত,নদীর তীরের বাগানের মত,মাবুদের রোপিত অগুরু গাছের মত,জলাশয়ের তীরে এরস গাছের মত।

7. তার কলস থেকে পানি উথলে উঠবে,তার বীজ অনেক পানিতে সিক্ত হবে,তার বাদশাহ্‌ অগাগের চেয়েওমহান হবেন,তার রাজ্য উন্নত হবে।

শুমারী 24