23. পরে সে তার দৈববাণী গ্রহণ করে বললো,হায়, যখন আল্লাহ্ এই করেন, তখন কে বাঁচবে?
24. কিন্তু সাইপ্রাসের তীর থেকে জাহাজআসবে,তারা আশেরিয়াকে জুলুম করবে,এবরকে নির্যাতন করবে,কিন্তু তারও বিনাশ ঘটবে।
25. পরে বালাম উঠে স্বস্থানে ফিরে গেল এবং বালাকও তার পথে চলে গেলেন।