16. যে আল্লাহ্র কালাম শোনে,যে আল্লাহ্তা’লার তত্ত্ব জানে,যে সর্বশক্তিমানের দর্শন পায়,সে সেজদায় পড়েছেও যার চোখ খুলে গেছেসে বলছে;
17. আমি তাঁকে দেখবো, কিন্তু এখন নয়,তাঁকে দর্শন করবো কিন্তু কাছে নয়;ইয়াকুব থেকে একটি তারা উদিত হবে,ইসরাইল থেকে একটি রাজদণ্ড উঠবে,তা মোয়াবের দুই পাশ ভেঙ্গে ফেলবে,কলহের সন্তানদেরকে সংহার করবে।
18. সে ইদোম অধিকার করবে,তার দুশমন সেয়ীরও আসবে তারঅধিকারে,আর ইসরাইল বীরের কাজ করবে।