5. তখন মাবুদ বালামের মুখে একটি কালাম দিয়ে বললেন, তুমি বালাকের কাছে ফিরে গিয়ে এরকম কথা বল।
6. তাতে সে তাঁর কাছে ফিরে গেল; আর দেখ, মোয়াবের কর্মকর্তাদের সঙ্গে বালাক তাঁর পোড়ানো-কোরবানীর কাছে দাঁড়িয়ে ছিলেন;
7. তখন সে তার দৈববাণী গ্রহণ করে বললো,বালাক অরাম দেশ থেকেআমাকে আনালেন,মোয়াবের বাদশাহ্ পূর্ব দিকের পর্বতমালাথেকে আনালেন;এসো, আমার জন্য ইয়াকুবকেঅভিশাপ দাও,এসো, ইসরাইলকে বদদোয়া দাও।
8. আল্লাহ্ যাকে অভিশাপ দেন নি,আমি কিভাবে তাকে অভিশাপ দেব?মাবুদ যাকে বদদোয়া দেন নি,আমি কিভাবে তাকে বদদোয়া দেব?
9. আমি শৈলের শৃঙ্গ থেকে ওকে দেখছি,পাহাড়গুলো থেকে ওকে দর্শন করছি;দেখ, ঐ লোকেরা স্বতন্ত্র বাস করে,ওরা জাতিদের মধ্যে গণিত হবে না।