20. দেখ, আমি দোয়া করার হুকুম পেলাম,তিনি দোয়া করেছেন, আমি অন্যথাকরতে পারি না।
21. তিনি ইয়াকুবের মধ্যে অধর্ম দেখতেপান নি,ইসরাইলের মধ্যে জুলুম দেখেন নি;তার আল্লাহ্ মাবুদ তার সহবর্তী,বাদশাহ্র জয়ধ্বনি ওদের মধ্যবর্তী।
22. আল্লাহ্ মিসর থেকে ওদের এনেছেন;সে ষাঁড়ের মত শক্তিশালী।
23. নিশ্চয়ই ইয়াকুবের বিরুদ্ধে কোনমায়াশক্তি,বা ইসরাইলের বিরুদ্ধে কোন মন্ত্র কার্যকরহবে না;এখন ইয়াকুবের ও ইসরাইলের বিষয়বলা যাবে,আল্লাহ্ কি না সাধন করেছেন।
24. দেখ, ঐ জাতি সিংহীর মত উঠছে,সে সিংহের মত গাত্রোত্থান করছে;সে শয়ন করবে না, যতক্ষণ না নিহত পশুভোজন করে,যতক্ষণ না নিহত লোকদের রক্তপান করে।
25. তখন বালাক বালামকে বললেন, আপনি ওদেরকে বদদোয়াও দেবেন না, দোয়াও করবেন না।