শুমারী 21:9-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

9. তখন মূসা ব্রোঞ্জের একটি সাপের মূর্তি তৈরি করে নিশানের উপরে রাখলেন; তাতে এরকম হল, সাপ কোন মানুষকে কামড় দিলে যখন সে ঐ ব্রোঞ্জের সাপের মূর্তির প্রতি দৃষ্টিপাত করতো তখন বাঁচতো।

10. পরে বনি-ইসরাইল যাত্রা করে ওবোতে শিবির স্থাপন করলো।

11. আর ওবোৎ থেকে যাত্রা করে সূর্যোদয়ের দিকে মোয়াবের সম্মুখস্থিত মরুভূমিতে ইয়ী-অবারীমে শিবির স্থাপন করলো।

12. সেখান থেকে যাত্রা করে সেরদ উপত্যকাতে শিবির স্থাপন করলো।

13. সেখান থেকে যাত্রা করে আমোরীয়দের দেশের সীমা থেকে বের হয়ে অর্ণোনের অন্য পারে মরুভূমিতে শিবির স্থাপন করলো; কেননা মোয়াবের ও আমোরীয়দের মধ্যবর্তী অর্ণোন মোয়াবের সীমা।

14. এজন্য মাবুদের যুদ্ধ-বিবরণী কিতাবে উক্ত আছে, শূফাতে বাহেব, আর অর্ণোনের সমস্ত উপত্যকা,

15. এবং উপত্যকাগুলোর পাশের ভূমি, যা আর্‌ নামক লোকালয়ের অভিমুখী এবং মোয়াবের সীমার পাশে অবস্থিত।

16. সেখান থেকে তারা বের (কূপ) নামক স্থানে আসলো। এটি সেই কূপ, যার বিষয়ে মাবুদ মূসাকে বললেন, তুমি লোকদেরকে একত্র কর, আমি তাদেরকে পানি দেব।

17. সেই সময় ইসরাইল এই গজল গাইল—হে কূপ, উচ্ছলিত হও;তোমরা এর উদ্দেশে গান কর;

18. এটি নেতৃবর্গের খনিত কূপ,রাজদণ্ড ও নিজেদের লাঠি দিয়েলোকদের রাজপুরুষেরা এটাখনন করেছেন।

19. পরে তারা মরুভূমি থেকে মত্তানায়,

20. মত্তানা থেকে নহলীয়েলে, নহলীয়েল থেকে বামোতে ও বামোৎ থেকে মোয়াবের উপত্যকা দিয়ে মরুভূমির অভিমুখ পিস্‌গা শৃঙ্গে গমন করলো।

শুমারী 21