শুমারী 21:27-35 কিতাবুল মোকাদ্দস (BACIB)

27. এজন্য কবিরা বলেন,তোমরা হিষ্‌বোনে এসো,সীহোনের নগর নির্মিত ও সুদৃঢ় হোক;

28. কেননা হিষ্‌বোন থেকে আগুন,সীহোনের নগর থেকে আগুনের শিখাবের হয়েছে;তা মোয়াবের আর্‌ নগরকে,অর্ণোনের মালভূমির অধিপতিদেরগ্রাস করেছে।

29. হে মোয়াব, ধিক্‌ তোমাকে।হে কমোশের প্রজারা, তোমরাবিনষ্ট হলে।সে তার পুত্রদেরকে পলাতকরূপে,তার কন্যাদেরকে বন্দীরূপে তুলে দিল—আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনের হাতে।

30. আমরা তাদেরকে তীর মেরেছি;হিষ্‌বোন দীবোন পর্যন্ত বিনষ্ট হয়েছে;আর আমরা নোফঃ পর্যন্ত ধ্বংস করেছি,যা মেদবা পর্যন্ত বিস্তৃত।

31. এভাবে ইসরাইল আমোরীয়দের দেশে বাস করতে লাগল।

32. পরে মূসা যাসের অনুসন্ধান করতে লোক প্রেরণ করলেন, আর তারা সেখানকার সমস্ত নগর হস্তগত করলো এবং সেখানে যে ইমোরীয়েরা ছিল, তাদেরকে অধিকারচ্যুত করলো।

33. পরে তারা ফিরে বাশনের পথ দিয়ে উঠে গেল; তাতে বাশনের বাদশাহ্‌ উজ ও তার সমস্ত লোক বের হয়ে তাদের সঙ্গে ইদ্রিয়ীতে যুদ্ধ করতে গেল।

34. তখন মাবুদ মূসাকে বললেন, তুমি এতে ভয় পেয়ো না, কেননা আমি একে, এর সমস্ত লোক ও এর দেশ তোমার হাতে তুলে দিলাম; তুমি হিষ্‌বোনবাসী আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনের প্রতি যেমন করেছ, এর প্রতি সেরকম করবে।

35. পরে তারা তাকে, তার পুত্রদের ও তার সমস্ত লোককে আঘাত করলো, আর শেষ পর্যন্ত তাঁর আর কেউ বেঁচে রইল না। তারা তার দেশও অধিকার করে নিল।

শুমারী 21