3. পূর্ব পাশে সূর্যোদয়ের দিকে এহুদার সৈন্য অনুসারে তাদের শিবিরের নিশান সম্বন্ধীয় লোকেরা শিবির স্থাপন করবে এবং অম্মীনাদবের পুত্র নহশোন এহুদা-বংশের লোকদের নেতা হবে।
4. তার সৈন্য, তাদের গণনা-করা লোক চুয়াত্তর হাজার ছয় শত জন।
5. তার পাশে ইষাখর-বংশ শিবির স্থাপন করবে এবং সূয়ারের পুত্র নথনেল ইষাখর-বংশের লোকদের নেতা হবে।
6. তার সৈন্য, তার গণনা-করা লোক চুয়ান্ন হাজার চার শত জন।
7. আর সবূলূন-বংশ সেখানে থাকবে; হেলোনের পুত্র ইলীয়াব সবূলূন-বংশের লোকদের নেতা হবে।
8. তার সৈন্য, তার গণনা-করা লোক সাতান্ন হাজার চার শত জন।
9. এহুদার শিবিরের গণনা-করা লোকেরা নিজ নিজ সৈন্য অনুসারে মোট এক লক্ষ ছিয়াশি হাজার চার শত জন। তারা সর্বপ্রথমে অগ্রসর হবে।
10. দক্ষিণ পাশে রূবেণের সৈন্য অনুসারে তাদের শিবিরের নিশান থাকবে এবং শদেয়ূরের পুত্র ইলীষূর রূবেণ-বংশের লোকদের নেতা হবে।
11. তার সৈন্য, তার গণনা-করা লোক ছেচল্লিশ হাজার পাঁচ শত জন।
12. তার পাশে শিমিয়োন-বংশ শিবির স্থাপন করবে এবং সূরীশদ্দয়ের পুত্র শল্লুমীয়েল শিমিয়োনের সন্তানদের নেতা হবে।
13. তার সৈন্য, তার গণনা-করা লোক ঊনষাট হাজার তিন শত জন।