10. সবূলূন-বংশের মধ্যে সোদির পুত্র গদ্দীয়েল;
11. ইউসুফ বংশের অর্থাৎ মানশা-বংশের মধ্যে সূষির পুত্র গদ্দি;
12. দান-বংশের মধ্যে গমল্লির পুত্র অম্মীয়েল;
13. আশের-বংশের মধ্যে মিকাইলের পুত্র সথুর;
14. নপ্তালি-বংশের মধ্যে বপ্সির পুত্র নহ্বি;
15. গাদ-বংশের মধ্যে মাখির পুত্র গ্যূয়েল।
16. মূসা দেশ নিরীক্ষণ করতে যাদের পাঠালেন, এই ছিল সেই লোকদের নাম। আর মূসা নূনের পুত্র হোসিয়ার নাম ইউসা রাখলেন।
17. কেনান দেশ নিরীক্ষণ করতে পাঠাবার সময় মূসা তাঁদেরকে বললেন, তোমরা দক্ষিণ দিক দিয়ে এই পথে গিয়ে উঠ,
18. পাহাড় অঞ্চলে গিয়ে উঠ এবং গিয়ে দেখ, সেই দেশ কেমন ও সেখানকার নিবাসী লোকেরা বলবান বা দুর্বল, সংখ্যায় অল্প বা অনেক;
19. এবং তারা যে দেশে বাস করে সেই দেশ কেমন, ভাল বা মন্দ; ও যেসব নগরে বাস করে, সেসব কি রকম; তারা কি তাঁবুতে বা দুর্গে বাস করে;