1. পরে মাবুদ মূসাকে বললেন,
2. আমি বনি-ইসরাইলকে যে কেনান দেশ দেব, তুমি তা নিরীক্ষণ করার জন্য কয়েক ব্যক্তিকে প্রেরণ কর। তাদের নিজ নিজ পিতৃকুল সম্পর্কীয় একেক বংশের মধ্য থেকে এক-এক জন নেতাকে প্রেরণ কর।
3. তাতে মাবুদের হুকুম অনুসারে মূসা পারণ মরুভূমি থেকে তাঁদের প্রেরণ করলেন। তাঁরা সকলে বনি-ইসরাইলদের নেতা ছিলেন।
4. তাঁদের নাম: রূবেণ-বংশের মধ্যে সক্কূবের পুত্র শম্মূয়;
5. শিমিয়োন-বংশের মধ্যে হোরির পুত্র শাফট;
6. শিমিয়োন-বংশের মধ্যে যিফুন্নির পুত্র কালুত;
7. ইষাখর-বংশের মধ্যে ইউসুফের পুত্র যিগাল;
8. আফরাহীম-বংশের মধ্যে নূনের পুত্র হোসিয়া;
9. বিন্ইয়ামীন-বংশের মধ্যে রাফূর পুত্র পল্টি;
10. সবূলূন-বংশের মধ্যে সোদির পুত্র গদ্দীয়েল;
11. ইউসুফ বংশের অর্থাৎ মানশা-বংশের মধ্যে সূষির পুত্র গদ্দি;
12. দান-বংশের মধ্যে গমল্লির পুত্র অম্মীয়েল;
13. আশের-বংশের মধ্যে মিকাইলের পুত্র সথুর;