32. ইউসুফ-সন্তানদের মধ্যে আফরাহীম-সন্তানদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।
33. আফরাহীম-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল চল্লিশ হাজার পাঁচ শত।
34. মানাশা-বংশের লোকদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।
35. মানশা-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল বত্রিশ হাজার দুই শত।
36. বিন্ইয়ামীন-বংশের লোকদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।
37. বিন্ইয়ামীন-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল পঁয়ত্রিশ হাজার চার শত।
38. দান-বংশের লোকদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।
39. দান-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল বাষট্টি হাজার সাত শত।
40. আশের-বংশের লোকদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।
41. আশের-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল একচল্লিশ হাজার পাঁচ শত।
42. নপ্তালি-বংশের লোকদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।
43. নপ্তালি-বংশের গণনা-করা লোকের সংখ্যা হল তিপ্পান্ন হাজার চার শত।
44. এসব লোককে মূসা ও হারুন এবং ইসরাইলের বারো জন নেতা অর্থাৎ নিজ নিজ পিতৃকুলের একেক জন নেতা গণনা করলেন।
45. নিজ নিজ পিতৃকুল অনুসারে বনি-ইসরাইল, অর্থাৎ বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক ইসরাইলের মধ্যে যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষ লোকদের গণনা করা হল।
46. তাদের গণনা-করা লোকদের সংখ্যা হল ছয় লক্ষ তিন হাজার পাঁচ শত পঞ্চাশ।