10. ইউসুফের পুত্রদের মধ্যে আফরাহীমের পক্ষে অম্মীহূদের পুত্র ইলীশামা, মানশার পক্ষে পদাহসূরের পুত্র গমলীয়েল।
11. বিন্-ইয়ামীনের পক্ষে গিদিয়োনির পুত্র অবীদান।
12. দানের পক্ষে অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর।
13. আশেরের পক্ষে অক্রণের পুত্র পগীয়েল।
14. গাদের পক্ষে দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ।
15. নপ্তালীর পক্ষে ঐননের পুত্র অহীরঃ।
16. এরা মণ্ডলীর বেছে নেওয়া লোক, নিজ নিজ পিতৃবংশের নেতা এবং বনি-ইসরাইলদের বিভিন্ন বংশের প্রধান।
17. তখন মূসা ও হারুন উল্লিখিত নামের ব্যক্তিদেরকে সঙ্গে নিলেন।
18. আর দ্বিতীয় মাসের প্রথম দিনে সমস্ত মণ্ডলীকে একত্র করে বংশ ও পরিবার অনুযায়ী বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক লোকদের নাম ও সংখ্যা অনুসারে তাদের গোষ্ঠী ও পিতৃকুল লিখলেন।
19. এভাবে মূসা মাবুদের হুকুম অনুসারে সিনাই মরুভূমিতে তাদেরকে গণনা করলেন।