তখন মূসা হারুনকে বললেন, তুমি কোরবানগাহ্র কাছে যাও, তোমার গুনাহ্-কোরবানী ও পোড়ানো-কোরবানী কর, তোমার ও লোকদের জন্য কাফ্ফারা কর; আর লোকদের উপহার নিবেদন করে তাদের জন্য কাফ্ফারা কর; যেমন মাবুদ হুকুম দিয়েছিলেন।